জাতীয়

তিউনিশিয়া থেকে ১৫৬ কোটি টাকার টিএসপি সার কিনবে সরকার

ঢাকা, ০৭ মে – তিউনিশিয়া থেকে ১৫৬ কোটি ৬৯ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা ব্যয়ে ২৫ হাজার টন টিএসপি সার আমদানির অনুমোদন দিয়েছে সরকার।

বুধবার (৭ মে) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে ভার্চুয়ালি যোগদান করে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদ।

বৈঠকে রাষ্ট্রীয় পর্যায়ে তিউনিশিয়ার জিসিটি এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ২৫ হাজার টন টিএসপি সার আমদানির প্রস্তাব উপস্থান করে কৃষি মন্ত্রণালয়। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে ১৫৬ কোটি ৬৯ লাখ ৩৭ হাজার ৫০০ টাকায় এই সার আমদানির অনুমোদন দেয়। প্রতি টন টিএসপি সারের মূল্য ৫১৩.৭৫ মার্কিন ডলার।

প্রসঙ্গত, ২০২৪-২৫ অর্থবছরে বিএডিসি কর্তৃক টিএসপি সার আমদানির লক্ষ্যমাত্রা ৩ লাখ ৩৭ হাজার টন। এর মধ্যে তিউনিশিয়ার জিসিটি থেকে ৬টি লটে আমদানি করা হবে ১ লাখ ৫০ হাজার টন।

সূত্র: বার্তা২৪.কম
আইএ/ ০৭ মে ২০২৫


Back to top button