সংগীত

নতুন রূপে ‘গেন্দা ফুল’ (ভিডিও)

কলকাতা, ১৩ অক্টোবর- একদিকে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের আবেদনময়ী উপস্থিতি। অন্যদিকে কোমরে প্রজাপতি ট্যাটু নিয়েও লাল পাড়, সাদা শাড়িতে বাঙালি নারী দেবলীনা। বাদশার উপস্থিতি যেমন রয়েছে, তেমনি পণ্ডিত বিক্রম ঘোষের তবলা মিক্স ও রতন কাহারের নাচ কারো দৃষ্টি এড়ায়নি।

বলছি, আলোচিত ‘গেন্দা ফুল’ গানের নতুন মিউজিক ভিডিওর কথা। যেখানে বাদশার তৈরি করা ভিডিওর কিছু ক্লিপসের সঙ্গে নতুন ভিডিও জোড়া দিয়ে তৈরি করেছেন গেন্দা ফুলের নতুন মিউজিক ভিডিও। আর এই জোড়াতালির কাজটি করেছেন কলকাতার খ্যাতনাম চলচ্চিত্র নির্মাতা অরিন্দম শীল।

আরও পড়ুন: সংগীত পরিচালক ইমন করোনায় আক্রান্ত

এই ভিডিওর গানে কণ্ঠ দিয়েছেন গানটির মূল গীতিকার রতন কাহার। পাশাপাশি নেচেও মুগ্ধ করেছেন দর্শকদের। বাদশার আগের ভিডিওতে রতন কাহারের স্বীকৃতি না থাকা নিয়ে যে ক্ষোভ ছিল সংগীতপ্রেমিদের এবার তা মিটিয়েছেন অরিন্দম-বিক্রম।

গত ১০ অক্টোবর সনি মিউজিকের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে গানটি। মুক্তির ৩ দিনের মধ্যে গানটির ভিউ দাঁড়িয়েছে প্রায় ৩০ লাখ। বিষয়টি নিয়ে দারুণ উচ্ছ্বসিত অরিন্দম শীল। তিনি ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন—সনি মিউজিক থেকে বিক্রমের কাছে প্রস্তাব আসার পরেই বিক্রমের প্রথম কথা ছিল—রতন কাহারকে চাই, তাকে ছাড়া কাজ অসম্পূর্ণ। যদিও অনেকে বলেছেন, খুব সামান্য অংশে দেখা গিয়েছে শিল্পীকে। কী লাভ? এ প্রশ্নের জবাবে তাদের বলব, ৮৫ বছরের প্রবীণকে দিয়ে এর বেশি আর কী করানো যায়!

এন এইচ, ১৩ অক্টোবর

Back to top button