জাতীয়

হাসনাতের গাড়িতে হামলা, যা বললেন গাজীপুরের পুলিশের উপকমিশনার

গাজীপুর, ০৪ মে – গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। হামলার সময় তিনি কিছুটা আহত হয়েছেন, তবে আশঙ্কামুক্ত।

রোববার (৪ মে) সন্ধ্যা ৭টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, হাসনাত আবদুল্লাহ যে অনুষ্ঠানে গিয়েছিলেন, সেটি শেষ করে বেরিয়ে যাওয়ার পর গাজীপুরের সালনা এলাকা থেকে তাকে বহন করা গাড়িটিকে অনুসরণ করছিল কয়েকজন মোটরসাইকেল আরোহী। মুখোশধারীরা দীর্ঘক্ষণ ধরে তাকে অনুসরণ করার পর চান্দনা চৌরাস্তার উল্কা সিনেমা হল এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা গাড়ির গতিরোধ করে তাকে নামানোর চেষ্টা করে। পরে ইট পাটকেল নিক্ষেপ করে।

পুলিশ জানায়, হাসনাতের ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। অপরাধীদের চিহ্নিত ও গ্রেপ্তারে তারা কাজ করছেন।

গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার রবিউল ইসলাম বলেন, হাসনাতের ওপর হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা হচ্ছে। দায়ীদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

এর আগে, এনসিপির মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম এক ফেসবুক পোস্টে জানান, হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে। আশপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন।

উল্লেখ্য, গত বছরের নভেম্বর রাজধানীর গুলিস্তান ও মাতুয়াইল এলাকায় হাসনাত আবদুল্লাহর গাড়িকে চাপা দেওয়ার চেষ্টা হয়।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০৪ মে ২০২৫

 


Back to top button
🌐 Read in Your Language