উত্তর আমেরিকা

তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে লড়ার কথা ভাবছি না

ওয়াশিংটন, ০৪ মে – গত মার্চেও এ নিয়ে বেশ শোরগোল ছিল যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক মহলে। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী দুইবারের বেশি প্রেসিডেন্ট হওয়ার নিয়ম নেই। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় থাকার পরও তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে লড়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে মত পাল্টেছেন তিনি। জানিয়ে দিলেন, প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে আর থাকছেন না তিনি।

রোববার (৪ মে) এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, প্রেসিডেন্ট পদে আর লড়তে চান না তিনি।

ট্রাম্প বলেন, ২০২৮ লেখা (ট্রাম্প ২০২৮) ক্যাপ বিক্রি করছেন অনেকে। আমি আমি সেদিকে যাচ্ছি না। আমি আগামী চারটি বছরের দিকে তাকিয়ে আছি। কাজ করার জন্য চার বছর পর্যাপ্ত সময়।

দেশটির সংবিধানের ২২তম সংশোধনীতে বলা আছে, কেউ প্রেসিডেন্ট পদে দুইবারের বেশি নির্বাচিত হতে পারবে না। এ বিষয়টি নিয়ে প্রশ্ন করলে ট্রাম্প বলেন, আমি সেদিকে দেখছি না।

গত মার্চেও ট্রাম্প মন্তব্য করেন যে তৃতীয়বার প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে থাকতে চান। তিনি জানিয়েছিলেন বিষয়টি নিয়ে তিনি ‘মশকরা’ করছেন না। প্রয়োজনে ‘কিছু উপায়’ বের করার কথাও জানিয়েছিলেন তিনি। তখনই ২২ তম সংশোধনীটি আলোচনায় আসে।

তবে এবার মত পাল্টালেন ট্রাম্প। বরং চলতি মেয়াদে কাজ করার দিকে জোর দিয়েছেন তিনি। সাক্ষাৎকারে তিনি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও নতুন নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিওর প্রশংসা করেন তিনি। তাঁর সম্ভাব্য উত্তরসূরি কে হতে পারে জানতে চাইলে তিনি ওই দুজনের নামই সামনে নিয়ে আসেন।

শুল্কনীতি প্রসঙ্গে ট্রাম্প বলেন, দেখুন, সবকিছু ঠিকঠাক। আমরা দারুণ কিছু করতে যাচ্ছি।

উল্লেখ্য, গত জানুয়ারি মাসে দ্বিতীয়বারের মত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন ট্রাম্প।

সূত্র: বার্তা২৪.কম
আইএ/ ০৪ মে ২০২৫


Back to top button