জাতীয়

ভ্যাকসিন নিয়ে বিএনপি নেতাদের বক্তব্য অরুচিকর: হানিফ

কুষ্টিয়া, ৩১ জানুয়ারি – প্রধানমন্ত্রীকে আগে ভ্যাকসিন নিতে হবে এই কথা বলা অত্যন্ত নিচু মানসিকতার পরিচয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ। আজ রোববার বেলা ১১টায় কুষ্টিয়া সরকারি কলেজ আয়োজিত এক মতবিনিয়ম সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের উদ্দেশে তিনি এ কথা বলেন।

মাহাবুব উল আলম হানিফ বলেন, ‘বিএনপি নির্মাণের দল হিসেবে জনগণের কাছে প্রতিষ্ঠিত হয়েছে। সরকারের দায়িত্ব হচ্ছে ভ্যাকসিন জনগণের পৌঁছে দেওয়া। যার যখন ইচ্ছা হবে সে তখন ভ্যাকসিন নেবে। দেশের প্রধানমন্ত্রীকে আগে ভ্যাকসিন নিতে হবে এই কথা বলা অত্যন্ত নিচু রাজনৈতিক মানসিকতার পরিচয় বহন করে, যেটা ফখরুল ইসলাম করে আসছেন।’

আরও পড়ুন : বিএনপির সিরাজের বক্তব্যে সংসদে হইচই, ডেপুটি স্পিকারের জবাব

মতবিনিময় সভায় বিএনপিকে তথাকথিত বিরোধী দল যারা জনবিচ্ছিন্ন বলে মন্তব্য করেন হানিফ। তিনি বলেন, ‘বিএনপি ও তার সহযোগীরা নানা সময়ে অপ্রাসঙ্গিক ও বিভ্রান্তিমূলক এবং অরুচিকর কথাবার্তা বলে আসছেন।’

রোববার কুষ্টিয়া সরকারি কলেজ আয়োজিত ‘বৈশ্বিক মহামারি কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় টিকাদান সম্পর্কিত জনসচেতনতা সৃষ্টি ও কলেজের উন্নয়ন কার্যক্রম’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে যোগদানের পূর্বে সাংবাদিকদের সামনে কথা বলেন মাহবুব উল আলম হানিফ।

এ সময় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘দলীয় সিদ্ধান্তের বাইরে যারা নির্বাচনে অংশ নেবে বা দলীয় প্রার্থীর বিপক্ষে নির্বাচনে অংশ নেবে তাদের ভবিষ্যতে দলের মনোনয়ন পাওয়ার সুযোগ থাকবে না।’

সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক কাজী মনজুর কাদিরের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ নেতাকর্মী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সূত্র : আমাদের সময়
এন এইচ, ৩১ জানুয়ারি

Back to top button