ফুটবল

বার্সার কাছে ৫৫৫ মিলিয়ন ইউরো পাওনা মেসির

চলতি বছরের জুনে বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষ হচ্ছে লিওনেল মেসির। নতুন মৌসুমে ফ্রি এজেন্টে আর্জেন্টাইন ফরোয়ার্ড যেতে পারেন অন্য কোন ক্লাবে। নতুন চুক্তিও করতে পারেন বার্সার সঙ্গে।

তবে চলতি চুক্তি শেষ হলে বার্সার কাছে মেসির পাওনা হবে ৫৫৫ মিলিয়ন ইউরোর বিরাট অঙ্ক। জোসেপ মারিও বার্তামেউ বার্সার প্রেসিডেন্ট থাকাকালীন তিন বছরের নতুন চুক্তি করেন মেসি। ওই চুক্তিতে সই করায় মেসির বোনাস হিসেবে পাওয়ার কথা ১৫.২ মিলিয়ন ইউরো।

আরও পড়ুন : মেসিকে বিক্রি না করে ভুল করেছে বার্সেলোনা

এছাড়া মেসি তার ক্যারিয়ারের পুরোটা সময় কাতালান শিবিরে পার করেছেন। বার্সার প্রতি তার এই আনুগত্যের কারণে ৭৮ মিলিয়ন ইউরো পাওয়ার কথা তার। আর মেসির বার্সার সঙ্গে সর্বশেষ চুক্তি অনুযায়ী, প্রতি মৌসুমে বার্সার থেকে তিনি পাবেন ১৩৮ মিলিয়ন ইউরো।

এক মৌসুমের বেতন-ভাতা ও বোনাস বাবদ তাই বার্সার ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা ক্লাবের কাছে ওই অর্থ পাবেন। পাওনা অর্থের প্রায় অর্ধেকটা অবশ্য মেসিকে কর বাবদ স্পেন সরকারকে দিয়ে দিতে হবে। চলতি মৌসুম শেষে মেসি পিএসজি-ম্যানসিটি কিংবা যুক্তরাষ্ট্রে চলে যেতে পারেন বলে গুঞ্জন আছে।

সূত্র : সমকাল
এন এইচ, ৩১ জানুয়ারি

Back to top button