জাতীয়

চার দফা দাবিতে আজ হেফাজতের মহাসমাবেশ

ঢাকা, ০৩ মে – নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে এই কর্মসূচি। সংগঠনের পক্ষ থেকে দল-মত নির্বিশেষে সকলের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

গতকাল (২ মে) এক বিবৃতিতে হেফাজতের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান বলেন, ‘কথিত নারী সংস্কার কমিশন কোরআন বিরোধী প্রতিবেদন তৈরি করেছে। পতিতাবৃত্তিকে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার মতো প্রস্তাব নারীর মর্যাদাহানি করে। এসব প্রস্তাব ইসলাম ও দেশের সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক।’

হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, “এই কমিশনের প্রস্তাব শুধু ইসলামবিরোধী নয়, বরং এটি কোরআনের বিধানের সঙ্গে সরাসরি সংঘর্ষে লিপ্ত। এর মাধ্যমে পশ্চিমা সংস্কৃতি, পরিবারবিহীন সমাজ ব্যবস্থা ও সমকামিতার বৈধতা প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে।”

চার দফা দাবির মধ্যে রয়েছে-

১. নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল,

২. সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল,

৩. আওয়ামী সরকারের সময়ে করা সব মামলা প্রত্যাহার ও শাপলা চত্বরসহ সব গণহত্যার বিচার,

৪. ফিলিস্তিন ও ভারতে মুসলিম নিপীড়ন বন্ধের আন্তর্জাতিক পদক্ষেপ।

সমাবেশের প্রস্তুতি সম্পর্কে হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক বলেন, “সারা দেশ থেকে অন্তত পাঁচ হাজার বাসযোগে লোক আসবে। প্রস্তুতি সম্পন্ন হয়েছে।” সংগঠনের অন্য নেতাদের ভাষ্য অনুযায়ী, শুধু চট্টগ্রাম থেকেই আসবে অর্ধলক্ষাধিক কর্মী। বরিশাল থেকে কয়েক হাজার লোক লঞ্চযোগে ঢাকায় আসবে বলে জানা গেছে।

গতকাল বায়তুল মোকাররমে এক বিক্ষোভ সমাবেশে হেফাজতের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব বলেন, “দাবি মানা না হলে ঢাকা অচল হয়ে যাবে।” তিনি ফজরের নামাজের পর মিছিল নিয়ে সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানান।

মহাসমাবেশ সফল করতে সংগঠনটি সারা দেশে গণসংযোগ, প্রচারণা ও প্রস্তুতিসভা করেছে বলে জানিয়েছে হেফাজতের নেতারা। সংগঠনের নেতাদের আশা, আজকের সমাবেশে পাঁচ লাখেরও বেশি মানুষের জমায়েত হবে।

সূত্র: বার্তা২৪.কম
আইএ/ ০৩ মে ২০২৫


Back to top button