পশ্চিমবঙ্গ

পশ্চিমবঙ্গে পাকিস্তানি পতাকা নিয়ে অশান্তির ছক, দুই ‘বিজেপি কর্মী’ গ্রেফতার

কলকাতা, ০২ মে – পশ্চিমবঙ্গে পাকিস্তানের জাতীয় পতাকা লাগিয়ে সাম্প্রদায়িক অস্থিরতা বাড়ানোর চেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩০ এপ্রিল) উত্তর ২৪ পরগনা জেলার গোপালনগর থানার আকাইপুর রেলস্টেশন থেকে তাদের গ্রেফতার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিনগত রাতে আকাইপুর রেলস্টেশন সংলগ্ন একটি শৌচাগারে পাকিস্তানের পতাকা লাগাচ্ছিলেন দুই ব্যক্তি। স্থানীয় বাসিন্দারা বিষয়টি দেখা মাত্রই থানায় খবর দেন। পরে পুলিশ এসে ওই দুজনকে গ্রেফতার ও জিজ্ঞাসাবাদ করে।

গ্রেফতারকৃত দুই ব্যক্তির নাম, চন্দন মালাকার ও প্রজ্ঞজিত মণ্ডল। তারা উভয়েই আকাইপুরের বাসিন্দা ও সনাতনী ঐক্য মঞ্চের সদস্য।

বৃহস্পতিবার ১ মে বনগাঁ জেলা পুলিশ সুপার দীনেশ কুমার সাংবাদিক বৈঠক করে জানান, বিভিন্ন সূত্রে আমরা জানতে পেরেছি যে ওই দুই ব্যক্তি পাকিস্তানের পতাকা লাগিয়ে ভারতবিদ্বেষী স্লোগান তোলার পরিকল্পনা করছিলেন। এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি নাষ্ট করার উদ্দেশ্যেই এই পরিকল্পনা করছিলেন তারা। কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।

পুলিশ সুপার আরও জানান, অভিযুক্ত ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে গোটা ঘটনা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়েছে। তাদেরকে পুলিশ হেফাজতে নিয়ে এই ঘটনার পেছনে আর কারা জড়িত আছে, তা তদন্ত করে দেখা হবে।

গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জনের মৃত্যু হয়। ওই ঘটনার পরেই ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়। এরই মধ্যে ভারতে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ সঞ্চারিত হচ্ছে। এরই ফলস্বরূপ একাধিক জায়গায় পাকিস্তানের পতাকা অবমাননার অভিযোগও উঠেছে। তারই মধ্যে আকাইপুরের এই ঘটনা সামনে এলো।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ০২ মে ২০২৫


Back to top button