৫ মে’র বদলে ৬ তারিখ মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা
কলকাতা, ০১ মে – পেছালো মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর! ৫ মে’র বদলে ৬ তারিখ সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুতির ছাবঘাটি কে ডি বিদ্যালয় মাঠে প্রশাসনিক সভার স্থান ঠিক হয়েছে।
এই সফরেই মুখ্যমন্ত্রী একগুচ্ছ সরকারি প্রকল্প ঘোষণা করবেন বলে খবর। সেই দিনই মুর্শিদাবাদ অশান্তিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাহায্য করা হবে। নিহত এজাজ আহমেদের পরিবারকেও আর্থিক সাহায্য করা হবে বলে খবর। সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে। যদিও সরকারের তরফে এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।
সংশোধিত ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে চলতি মাসের শুরুতে উত্তাল হয়ে উঠেছিল নবাবের জেলা। মুর্শিদাবাদে প্রচুর বাড়িঘর তছনছ করে দুষ্কৃতীরা। ভাঙচুর হয় পুলিশের গাড়িও। ঘরছাড়া হন বহু মানুষ। মুর্শিদাবাদের ওয়াকফ অশান্তির পর মুখ্যমন্ত্রী কেন সেখানে যাচ্ছেন না, তা নিয়ে বিরোধীদের কুৎসার শেষ ছিল না। মমতা জানিয়েছিলেন, ঠিক সময় হলেই তিনি যাবেন। জানিয়েছিলেন মে মাসের প্রথম সপ্তাহেই সেখানে যাচ্ছেন। তবে তখনও দিনক্ষণ জানা যায়নি। বৃহস্পতিবার সকালে জানা যায় ৫ তারিখ তিনি মুর্শিদাবাদে যাচ্ছেন। সেই সূচির সামান্য পরিবর্তন হয়েছে। রাতে পাওয়া খবর অনুযায়ী, আগামী ৬ তারিখ মুর্শিদাবাদে সভা করবেন মমতা। এমনই দাবি সূত্রের।
সূত্র: সংবাদ প্রতিদিন পত্রিকা
এনএন/ ০১ মে ২০২৫