নড়াইল

নড়াইলে নিষিদ্ধঘোষিত জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

নড়াইল, ০১ মে – নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নড়াইল জেলা শাখার সাবেক সভাপতি চঞ্চল শাহরিয়ার মিমকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ মে) বিকেলে লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ডাক বাংলোর মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

চঞ্চল শাহরিয়ার নড়াইল সদরের আউড়িয়া গ্রামের সেলিম মন্ডলের ছেলে। তিনি ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত জেলা ছাত্রলীগের সভাপতি পদে ছিলেন।

পুলিশ জানায়, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে লোহাগড়ায় পৃথক হামলা ঘটনা ঘটে। এসব ঘটনায় আলাদাভাবে তিনটি মামলা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও বিএনপির নেতাকর্মী। গত বছরের ১৬ সেপ্টেম্বর, ১৩ নভেম্বর ও ৯ ডিসেম্বর মামলা তিনটি করা হয়।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান ছাত্রলীগ নেতাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ০১ মে ২০২৫


Back to top button