দক্ষিণ এশিয়া

রাতভর গোলাগুলিতে পাকিস্তানে তিন পুলিশ নিহত

ইসলামবাদ, ০১ মে – পাকিস্তানে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের ব্যাপক গোলাগুলি হয়েছে। এ ঘটনায় তিনজন পুলিশ সদস্য নিহত এবং দুজন আহত হয়েছেন। খবর ডনের।

বুধবার (৩০ এপ্রিল) রাতে বান্নুতে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি হয়। নিহত পুলিশ সদস্যরা কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্টের (সিটিডি) সদস্য।

বান্নু রিজিওনাল পুলিশ অফিসার (আরপিও) সাজ্জাদ খানের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, গোলাগুলির ঘটনাটি বান্নুর চশমির স্পিন টাঙ্গি এলাকায় সংঘটিত হয়। বান্নু সিটিডি’র সহকারী সাব-ইন্সপেক্টর বেনিয়ামিন খান, কনস্টেবল ইনাম খান এবং কনস্টেবল মুসাওয়ার শহীদ হন। দুই কনস্টেবল ওয়াফিদ খান এবং ইমরান আহত হন।

বিবৃতিতে বলা হয়, পুলিশের গুলিতে দুজন খারিজি নিহত এবং আরও দুজন আহত হয়। তাদের সঙ্গীরা মৃতদেহ ও আহতদের নিয়ে পালিয়ে গেছে।

আরও বলা হয়, সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ, আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) এবং হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। পুলিশ সেসব জব্দ করে এর উৎসের তদন্ত শুরু করেছে।

নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) বোঝাতে দেশটি ‘ফিতনা আল খারেজি’ শব্দটি ব্যবহার করে। ২০২২ সালের নভেম্বরে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) সরকারের সঙ্গে যুদ্ধবিরতি শেষ করার পর থেকে পাকিস্তানে বিশেষ করে খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ডের হার বেড়ে গেছে।

সম্প্রতি আফগানিস্তান থেকে অনুপ্রবেশের চেষ্টাকালে সন্ত্রাসীদের সঙ্গে পাকিস্তানি সেনাদের ব্যাপক গোলাগুলি হয়েছে। এতে কমপক্ষে ৫৪ জন সন্ত্রাসী নিহত হয়েছেন। তারাও খারেজি।

সূত্র: কালবেলা
আইএ/ ০১ মে ২০২৫


Back to top button