জাতীয়

রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে কিছু করলে প্রতিরোধ করা হবে

ঢাকা, ০১ মে – রাজনৈতিক দলকে পাশ কাটিয়ে কেউ কিছু করতে চাইলে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বৃহস্পতিবার (১ মে) বিকেলে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত শ্রমিক দলের সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন।

মির্জা আব্বাস বলেন, বিএনপি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে। নেতাকর্মীরা গ্রেপ্তার হয়েছেন, জেল খেটেছেন। কিছু ছেলেপেলে বলে ১৭ বছর বিএনপি কী করেছে। দলটি ১৭ বছর গাছের তোলায় পানি দিয়েছে আর অন্যরা ফল খেয়েছে। তারা বিএনপিকে ক্রেডিট দিতে চায় না।

ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলতে বলতে নিজেরাই ফ্যাসিস্ট হচ্ছে কি না, সেদিকে সবাইকে খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন তিনি।

যে সংস্কার মানুষের কাজে লাগবে, এমন সংস্কার বিএনপি চায় উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, কেউ কারও কথা মানছে না। এই অনৈক্য দেশকে দুর্দিনে নিয়ে যাবে।

বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশে একসময় রক্ত গঙ্গা বইবে এমন কাজ মানুষ সহ্য করবে না। মানবিক করিডর দিতে গিয়ে অনেক দেশ ধ্বংসের মুখোমুখি। যেই করিডরে মানুষের ক্ষতি হবে, তার প্রয়োজন নেই। দেশের মানুষ এবং রাজনৈতিক দলকে পাশ কাটিয়ে কেউ কিছু করতে চাইলে, তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, শ্রমজীবীরা ঐক্যবদ্ধ না থাকায় বঞ্চনার শিকার হচ্ছেন। আপনাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। শ্রমিকদের লড়াইয়ের মাধ্যমে অধিকার আদায় করে নিতে হবে।

বিএনপি শ্রমিকদের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে উল্লেখ করে তিনি বলেন, শ্রম সংস্কার কমিশন থেকে যে প্রস্তাব দিয়েছে, তা আগামী মে দিবসের আগে আইন করে বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি।

সূত্র: ইত্তেফাক
আইএ/ ০১ মে ২০২৫


Back to top button
🌐 Read in Your Language