বিদেশি পোশাক আমদানিতে নিষেধাজ্ঞাসহ ৯ দাবি হস্তশিল্পিদের
ঢাকা, ০১ মে – ৯ দফা দাবিতে মানববন্ধন করেছে হস্তশিল্পি, কারচুপি ও হ্যান্ড এমব্রয়ডারি শ্রমিক ফেডারেশন। বৃহস্পতিবার (১ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে এসব দাবি জানায় সংগঠনটি।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. ইব্রাহীম হাসান মিঠু। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর লেজুড়বৃত্তিক শ্রমিক সংগঠন, অব্যবহৃত শ্রম আইন এবং অনানুষ্ঠানিক খাতে আটকে থাকা কোটি শ্রমজীবী মানুষের করুণ বাস্তবতায় মহান মে দিবস আজ প্রশ্নবিদ্ধ। বাংলাদেশের শ্রমজীবী মানুষ আজও রক্ত ঝরাচ্ছে অন্যায় শোষণের বিরুদ্ধে। তাদের কণ্ঠ চাপা পড়ে যাচ্ছে রাজনৈতিক লাঠিয়াল বাহিনীর নিচে। এ অবস্থা পরিবর্তনের জন্য চাই রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা। নতুন বাংলাদেশে আমাদের সবার প্রত্যাশা এটাই।
তাদের ৯ দফা দাবির মধ্যে রয়েছে-
>> বয়স্ক শ্রমিকদের বয়স্ক ভাতার আওতায় আনা। শ্রমিকদের আবাসনের ব্যবস্থা গ্রহণ করা।
>> বর্তমান বাজার অনুযায়ী বেতন নির্ধারণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করা।
>> ভারতীয় কোনো কমপ্লিট পোশাক বা বিদেশি পোশাক আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়া।
>> শিল্প বাঁচাতে ট্রেনিং সেন্টারের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করা।
>> শ্রম আদালতের সংস্কার ও ডিজিটালাইজেশন
>> রাজনৈতিক প্রভাবমুক্ত, স্বতন্ত্র শ্রমিক সংগঠন গড়ে তোলা
সূত্র: জাগো নিউজ
এনএন/ ০১ মে ২০২৫