টাঙ্গাইল

টাঙ্গাইলে পুনরায় নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল

টাঙ্গাইল, ৩১ জানুয়ারি – পুনরায় নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে টাঙ্গাইল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মীর মঈনুল হক লিটনের সমর্থকরা।

শনিবার (৩০ জানুয়ারি) রাতে শহরের দিঘুলীয়া থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে গুরত্বপূর্ণ সড়ক ঘুরে জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং কর্মকর্তা এএসএম কামরুল হাসানের কাছে গিয়ে তারা নির্বাচনের দাবি জানান। পরে আবার বিক্ষোভ মিছিলটি দিঘুলীয়া এলাকায় গিয়ে শেষ হয়।

আরও পড়ুন : পুলিশের গাড়িতে পরাজিত কাউন্সিলর প্রার্থীদের হামলা, আহত ওসিসহ ৫

মীর মঈনুল হক লিটনের দাবি, ৪ নম্বর ওয়ার্ডে সুষ্ঠ ভোট হয়নি। প্রতিবাদ করায় তার সমর্থকের মারধর করা হয়েছে। এছাড়া, দুটি ব‌্যালট বক্সের ভোট গগণা না করেই ফল প্রকাশ করা হয়েছে। পুনরায় নির্বাচনের দাবি জানান তিনি।

জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং কর্মকর্তা এএসএম কামরুল হাসান বলেন, ‘পুণরায় ভোট গণনার কোনো সুযোগ নেই। তিনি চাইলে নির্বাচন কমিশনে আবেদন করতে পারবেন।’

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ৩১ জানুয়ারি

Back to top button