গাজীপুর

শ্রমিক বিক্ষোভের মুখে গাজীপুরে ২ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

গাজীপুর, ৩০ এপ্রিল – গাজীপুরের কোনাবাড়ীতে শ্রমিক বিক্ষোভের মুখে এম এম ও মামুন নীটওয়্যার লিমিটেড নামের দুই কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বুধবার (৩০ এপ্রিল) সকাল ৮টায় কারখানার মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার নোটিশ সাঁটিয়ে দেয় কর্তৃপক্ষ।

নোটিশে উল্লেখ করা হয়েছে, এম এম ও মামুন নীটওয়্যার লিমিটেডে কর্মরত সকল কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে, মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ৮টায় কারখানা চালু হলে গার্মেন্টস ডিভিশন, স্ক্রিন প্রিন্টিং ও এমব্রয়ডারি ডিভিশনের শ্রমিকরা কারখানায় প্রবেশ করে অবৈধভাবে কাজ বন্ধ রাখে এবং উচ্ছৃঙ্খলতা করে। কারখানা কর্তৃপক্ষ উক্ত ডিভিশনের শ্রমিকদের কাজ শুরুর জন্য বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা যৌক্তিক কারণ ছাড়া কারখানাতে উপস্থিত হয়েও কাজ করা থেকে বিরত থাকে।

এছাড়া, গার্মেন্টস ডিভিশনের শ্রমিকরা কারখানার অভ্যন্তরে ভয়ভীতি প্রদর্শন করে। একপর্যায়ে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করে কারখানা থেকে বেরিয়ে যায়। এর ফলে, কারখানা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শ্রমিকদের এরূপ আচরণ বেআইনি ধর্মঘটের সামিল। এমতাবস্থায় কারখানা কর্তৃপক্ষ বাধ্য হয়ে বুধবার (৩০ এপ্রিল) সকাল ৮টা থেকে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধনী – ২০১৩ ও ২০১৮) এর ১৩(১) ধারা মোতাবেক অনির্দিষ্টকালের জন্য কারখানার গার্মেন্টস ডিভিশনের সকল সেকশন (শাখা) বন্ধ ঘোষণা করল। পরবর্তীতে অনুকূল পরিবেশ সৃষ্টি হলে কারখানার উক্ত ডিভিশনের সেকশনগুলো খোলার তারিখ নোটিশের মাধ্যমে জানানো হবে।

কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দিন বলেন, ‘‘এম এম ও মামুন নীটওয়্যার লিমিটেড ১৩ (১) ধারা মোতাবেক বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কারখানার সামনে অবস্থান করছেন।’’

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ৩০ এপ্রিল ২০২৫


Back to top button