ক্রিকেট

বিসিবি নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা ফারুক আহমেদের

ঢাকা, ৩০ এপ্রিল – জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর নাজমুল হাসান পাপনের স্থলাভিষিক্ত হিসেবে বিসিবি সভাপতির দায়িত্ব পেয়েছিলেন ফারুক আহমেদ। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বিসিবির ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে সভাপতি হয়েছিলেন।

এর আগে প্রধান নির্বাচকের দায়িত্বভারও সামলানোর অভিজ্ঞতা আছে ফারুকের। যদিও বোর্ড সভাপতি হিসেবে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। নানা ইস্যুতে বিতর্কের মুখে পড়েছেন।

আর কোনো এজেন্ডা নেই, দেশের ক্রিকেটের উন্নতি ছাড়া। এখানে ঐচ্ছিকভাবে খেলা হচ্ছে, এবার আমি চিন্তা করেছি নির্বাচন করতে। ছেড়ে দিলে তো সমস্যার সমাধান হলো না
ফারুক আহমেদ

এদিকে, চলতি বছরের অক্টোবরে বিসিবির নির্বাচন হওয়ার কথা রয়েছে। গুঞ্জন আছে, আসন্ন নির্বাচনে আবারও প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে উঠেপড়ে লেগেছেন ফারুক। এবার তিনি নিজেই জানালেন, নির্বাচনে অংশগ্রহণ করবেন। সম্প্রতি সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের শো ‘ঠিকানায়’ এসেছিলেন বিসিবি সভাপতি। পরে সেই অনুষ্ঠানে তিনি আগামী নির্বাচনে অংশ নেওয়ার কথা জানান।

ফারুক আহমেদ বলেন, ‘অক্টোবরে আমি নির্বাচন করবো। যেহেতু কোনো একটি কোয়ার্টারে দুর্নীতি যারা করেছে ক্রিকেট বোর্ডে, এখনও চেষ্টা করছে আমাকে দমিয়ে রাখার। তাদের জন্য সবচেয়ে সহজ কাজ ফারুক ভাইয়ের জন্য দুই চারটি কলাম লিখলে দুইটা মিথ্যা কথা বলে বদনাম দিলে ওই ধরনের লোক রিজাইন করে চলে যাবে।’

ফারুক আরও বলেন, ‘তার আর কোনো এজেন্ডা নেই, দেশের ক্রিকেটের উন্নতি ছাড়া। এখানে ঐচ্ছিকভাবে খেলা হচ্ছে, এবার আমি চিন্তা করেছি নির্বাচন করতে। ছেড়ে দিলে তো সমস্যার সমাধান হলো না।’

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ৩০ এপ্রিল ২০২৫


Back to top button