দক্ষিণ এশিয়া
ভারতের উত্তর প্রদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১০
লখনউ, ৩১ জানুয়ারি – ভারতের উত্তর প্রদেশের মোরাদাবাদে বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছে।
ভারতের সংবাদ মাধ্যম জানায়, শনিবার (৩০ জানুয়ারি) সকালে ঘন কুয়াশায় মোরাদাবাদ শহর থেকে ১৮ কিলোমিটার দূরে মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরও কয়েকজন।
আরও পড়ুন : জুন নাগাদ ভারতে নোভাভ্যাক্সের টিকা আনতে চায় সেরাম ইন্সটিটিউট
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওভারটেক করতে গিয়ে তিনটি যানবাহনের মধ্যে এই সংঘর্ষ হয়। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। নিহতদের পরিবারকে দুই লাখ রুপি ও আহতদের পরিবারকে ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা দেয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।
সূত্র : বিডি২৪লাইভ
এন এইচ, ৩১ জানুয়ারি