শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ইউআইউর ভিসি-ডিনসহ বিভাগীয় প্রধানদের পদত্যাগ
ঢাকা, ২৬ এপ্রিল – শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) উপাচার্য, সব ডিন এবং বিভাগীয় প্রধানরা পদত্যাগ করেছেন। শনিবার (২৬ এপ্রিল) বিকেলে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের কাছে তারা পদত্যাগপত্র জমা দেন।
ঘটনার সূত্রপাত হয় একজন ছাত্রীর বাবার মৃত্যু এবং পরবর্তীতে তার একটি সেমিস্টারের পরীক্ষায় অংশগ্রহণের আবেদন নিয়ে উপাচার্যের কাছে যাওয়ার পর। উপাচার্য প্রকৌশলীদের একটি আন্তর্জাতিক সেমিনারে থাকায় প্রথম দিন ছাত্রীর সঙ্গে দেখা করতে পারেননি। এরপর ছাত্রী তার ব্যক্তিগত ডাক্তারের কাছ থেকে একটি মৃত্যুর সনদ নিয়ে যান, যা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রশ্নবিদ্ধ করে। এই ঘটনা ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা এর প্রতিবাদে গত তিন দিন ধরে আন্দোলন শুরু করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রথমে শিক্ষার্থীরা একজন বিভাগীয় প্রধানের পদত্যাগ চেয়েছিলেন, কিন্তু পরবর্তীতে কিছু রাজনৈতিক নেতার প্ররোচণায় এই আন্দোলন উপাচার্যের পদত্যাগের দিকে মোড় নেয়। আন্দোলনকে কেন্দ্র করে শনিবার মাদানী এভিনিউস্থ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনভর উত্তেজনা বিরাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সব ডিন ও বিভাগীয় প্রধানরা একযোগে পদত্যাগ করার সিদ্ধান্ত নেন এবং শনিবার বিকেলে তারা তাদের পদত্যাগপত্র জমা দেন।
এ বিষয়ে উপাচার্য প্রফেসর আবুল কাশেম মিয়ার বক্তব্য পাওয়া যায়নি। তবে জনসংযোগ বিভাগের পরিচালক আবু সায়াদাত বলেন, একজন শিক্ষার্থীর একটি ছোট বিষয়কে কেন্দ্র করে শিক্ষার্থীরা আন্দোলন করায় উপাচার্য, সব ডিন ও বিভাগীয় প্রধানরা ট্রাস্টি বোর্ডের কাছে পদত্যাগ করেছেন।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৬ এপ্রিল ২০২৫