শিক্ষা

মাদ্রাসা বোর্ডে জিপিএ-৫ বেড়েছে প্রায় দ্বিগুণ

ঢাকা, ৩০ জানুয়ারি – এইচএসসি ও সমমানের পরীক্ষার অটোপাসের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে গত বছরের তুলনায় মাদ্রাসা শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা দ্বিগুণ বেড়েছে। তবে এ বছর গতবারের তুলনায় পরীক্ষায় অংশ নেয়া প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ১৫টি।

এবারে মাদ্রাসা শিক্ষা বোর্ডে চার হাজার ৪৮ জন আলিম পরীক্ষার্থীকে জিপিএ-৫ পেয়েছে। সে হিসেবে জিপিএ ফাইভের হার ৪ দশমিক ৫৮ শতাংশ। গতবছর ২ হাজার ২৪৩ জন আলিম পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়েছিল। ২০২০ সালের আলিম পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করা শতভাগ শিক্ষার্থীকে পাস করেছে।

আরও পড়ুন : সবাই পাস, জিপিএ-৫ এক লাখ ৬১ হাজার

চলতি বছর মাদ্রাসা বোর্ড থেকে ৮৮ হাজার ৩০২ জন শিক্ষার্থী ২ হাজার ৬৮৪টি মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিল। মহামারি পরিস্থিতিতে পরীক্ষা ছাড়াই জেডিসি ও দাখিল পরীক্ষার ফলের ভিত্তিতে আলিম পরীক্ষার্থীদের ফল প্রকাশ করা হল। সে হিসেবে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।

তবে এবারে মাদ্রাসা শিক্ষা বোর্ডে কমেছে প্রতিষ্ঠানের সংখ্যা। গত বছর ২ হাজার ৬৯৯টি প্রতিষ্ঠান থেকে থেকে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। এবারে তা ১৫টি কমে ২ হাজার ৬৮৪টিতে নেমে এসেছে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ৩০ জানুয়ারি

Back to top button