উদীচী মন্ট্রিয়লের আয়োজনে বর্ণাঢ্য বর্ষবরণ ও মঙ্গল শোভাযাত্রা
মন্ট্রিয়ল, ২২ এপ্রিল – উদীচী মন্ট্রিয়লের আয়োজনে গত ২০ এপ্রিল লাভোয়া স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো বর্ষবরণ উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা এবং এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।
বৈরী আবহাওয়ার মধ্যেও মঙ্গল শোভাযাত্রায় প্রায় দুই শতাধিক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানে প্রাণ সঞ্চার করে। উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ্যান্টোনী হাউজ ফাদার, কমিশনার সানি মরচসহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তি ও মিডিয়া ব্যক্তিত্বরা।
শোভাযাত্রার আহ্বায়ক কমিটির সদস্যরা অক্লান্ত পরিশ্রম ও শৈল্পিক দক্ষতা দিয়ে অনুষ্ঠানটিকে সফল করে তোলেন। কেউ দেশ থেকে প্ল্যাকার্ড নিয়ে আসেন, কেউ নিজের উদ্যোগে পান্জাবি সংগ্রহ করেন—সবারই উৎসাহ এবং উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠান যেন ছিল এক মহামিলনমেলা। প্রায় হাজার দর্শকের সমাগমে পরিপূর্ণ অডিটোরিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। অনেকেই দাঁড়িয়ে থেকে অনুষ্ঠান উপভোগ করেন। বিশেষ উল্লেখযোগ্য বিষয় ছিল—অনুষ্ঠানটি শুরু ও শেষ হয়েছে নির্ধারিত সময়মতো, যা এই ধরণের আয়োজনের ক্ষেত্রে বিরল এক দৃষ্টান্ত।
মোট ৯৩ জন শিল্পী মঞ্চে অংশগ্রহণ করেন। উদ্বোধনী বক্তব্য রাখেন উদীচী মন্ট্রিয়লের সভাপতি ড. সৈয়দ সাখাওয়াৎ হোসেন। অনুষ্ঠানের শুরুতে শ্রদ্ধা জানানো হয় সদ্যপ্রয়াত কিংবদন্তি শিল্পী ড. সানজিদা খাতুন ও লোকসংগীতশিল্পী সুষমা দাসকে। মুক্তিযোদ্ধাদের স্মরণেও একটি বিশেষ পর্ব পরিবেশিত হয়।
নৃত্য, কবিতা, গান ছাড়াও অনুষ্ঠানে উঠে আসে প্রতিবাদের সুর—নারী নির্যাতনের বিরুদ্ধে একটি নৃত্য-নাট্য আলাদাভাবে প্রশংসা কুড়ায়।
অনুষ্ঠানের শেষ পর্বে টরোন্টো থেকে আগত ‘নাট্য সংঘ কানাডা’ একটি নাটক মঞ্চস্থ করে, যা ছিল দর্শকদের জন্য এক বাড়তি পাওনা।
আলো, শব্দ ও মঞ্চ পরিকল্পনায় কলাকুশলীদের দক্ষতা অনুষ্ঠানকে করেছে আরও প্রাণবন্ত। মন্ট্রিয়লের গুণী ও সংস্কৃতিমনা দর্শকরা আগামীতে আরও বৃহৎ পরিসরে এধরনের আয়োজনের সুপারিশ করেছেন।
এযাবৎকালে মন্ট্রিয়লে সর্বোচ্চ সংখ্যক শিল্পীকে নিয়ে এমন গুণগত মানসম্পন্ন বাঙালিয়ানার অনুষ্ঠান পরিচালনার জন্য শর্মিলা ধরসহ উদীচী মন্ট্রিয়ল কমিটির সকল সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
এটি নিঃসন্দেহে ছিল এক স্মরণীয় সাংস্কৃতিক আয়োজন।