বিচিত্রতা

বাচ্চা রেখে নিখোঁজ মা বিড়াল, সন্ধান পেতে শহরজুড়ে মাইকিং

বরগুনার আমতলী উপজেলায় হারিয়ে যাওয়া একটি পার্সিয়ান জাতের বিড়ালকে খুঁজে পেতে শহরজুড়ে মাইকিং করেছেন মো. সানাউল্লাহ নামের এক যুবক। বিড়ালটির সাতটি দুধের ছানা রয়েছে। ছানাগুলোর প্রাণ বাঁচাতে শনিবার (২০ এপ্রিল) রাতে আমতলী পৌর শহরে মাইকিং করেন তিনি। আজ সকালে বিড়ালটির সন্ধান পাওয়া যায়।

সানাউল্লাহ বলেন, বেলা দেড়টার দিকে আমতলী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের এম স্কুলসংলগ্ন মো. শাহরিয়ার বাড়ি থেকে সানাউল্লাহর পোষা সাদা রঙের পার্সিয়ান বিড়ালটি বের হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও বিড়ালটিকে পাওয়া যাচ্ছিল না। রাত সাড়ে ৯টার দিকে নিখোঁজ বিড়ালের বিষয়ে বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়।

সানাউল্লাহ জানান, প্রায় দেড় বছর বিড়ালটি বাসায় পালন করছেন তিনি। ছানাগুলোর অবস্থা দেখে মনে হয়েছে, মা ছাড়া ওরা টিকতে পারবে না। তাই বাধ্য হয়েই মাইকিং করেছেন।

রোববার সকালে সানাউল্লাহ বলেন, ‘গতকাল আমার পোষা বিড়ালটি আমতলী পৌর শহরের বটতলা এলাকায় একটি বাড়িতে ঢুকে পড়েছিল। ওই বাড়ির লোকজন বিড়ালটিকে আটক করে রাখে। রাতে বিড়ালের সন্ধানে মাইকিং করি। আজ সকাল আটটায় তারা বিড়ালটি বাসায় নিয়ে আসেন। মাইকিং করার কারণেই বিড়াল ফিরে পেয়েছি।’

আইএ


Back to top button