শেরপুরের নালিতাবাড়ীতে অগ্নিকান্ডে ৩ দোকান ভস্মিভুত
শেরপুর, ৩০ জানুয়ারি – শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বালুঘাটা বাজারে তিনটি দোকান অগ্নিকান্ডে ভস্মিভুত হয়েছে। শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়েছে। এ অগ্নিকান্ডে প্রায় ৪ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, বেলা সাড়ে ১২টার দিকে আকষ্মিকভাবে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা বাজারে ছড়িয়ে পড়লে এলাকাবাসী এগিয়ে আসেন। তাৎক্ষণিকভাবে আশে পাশের বাড়ী ও বিভিন্ন জলাধার থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছার আগেই মাসুদ মিয়ার তুলার দোকান, সাদ্দাম হোসেনের মুদি দোকান ভস্মিভুত হয়।
আরও পড়ুন: শেরপুরের সীমান্ত অঞ্চলের আদিবাসীদের কুটির শিল্প বিলুপ্তির পথে
পাশে থাকা কামরুজ্জামানের মুদি দোকানের আংশিক ক্ষতি হয়। সব মিলে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীগণ জানিয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট উপস্থিত হয়ে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে নালিতাবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মীর মোহাম্মদ মারুফ বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে সাথে সাথে ফায়ার সার্ভিসের কর্মীদের নিয়ে ঘটনাস্থলে পৌছে প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। এতে ক্ষয়ক্ষতি প্রায় ৩ লাখ ২০ হাজার টাকার মতো। আর মালামাল উদ্ধার করা হয়েছে প্রায় ১০ লাখ টাকার মতো।
সূত্র : বিডি২৪লাইভ
এন এইচ, ৩০ জানুয়ারি