ঢাকা

ট্রাক ও প্রাইভেটকার থেকে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ চারজনকে গ্রেপ্তার

ঢাকা, ২৯ জানুয়ারি – রাজধানীর কারওয়ান বাজার ও ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে কাঁচামালের গাড়ি ও প্রাইভেকার থেকে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার বিকালে র‌্যাব-২ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহ আল মামুন এই তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তার চারজন হলেন অহিদুর রহমান, মীর হোসেন, ইজাজ আহাম্মেদ ও শরিফ মিয়া।

এএসপি জানান, র‌্যাবের দুটি দল আলাদা অভিযান চালিয়ে রাজধানীর কারওয়ান বাজার ও ধানমন্ডি এলাকায় একটি কাঁচামালের ট্রাক ও একটি প্রাইভেটকার থেকে মোট এক হাজার ৬৩৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

আরও পড়ুন : ফরিদপুরে ৬০ হাজার ডোজ করোনা ভ্যাকসিন পৌঁছেছে

র‌্যাবের এই কর্মকর্তা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে একটি কাঁচামাল ভর্তি পিকআপ গাড়িতে ফেনসিডিলের বড় চালান আসছে। চালানটি ধানমন্ডি হয়ে মোহাম্মদপুর থানা এলাকায় হস্তান্তর করা হতে পারে। পরে ধানমন্ডির সাতমসজিদ রোডে একটি মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে বিভিন্ন কাঁচামালের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা এক হাজার ২৪৪ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

এছাড়া রাজধানীর কাওরান বাজার এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৩৯৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা র‌্যাবকে জানিয়েছেন, দেশের সীমান্ত এলাকা থেকে স্বল্পমূল্যে ফেনসিডিল কিনেন তারা। এরপর বিভিন্ন কৌশলে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার মাদক কারবারিদের কাছে তা পৌঁছে দেন।

সূত্র : ঢাকাটাইমস
এন এইচ, ২৯ জানুয়ারি

Back to top button