সিলেট

ভারতে সাজা ভোগের পর ১৯ বাংলাদেশি দেশে ফিরেছেন

সিলেট, ২৯ জানুয়ারি – ভারতে অনুপ্রবেশের অভিযোগে বিভিন্ন মেয়াদে সাজা ভোগের পর দেশে ফিরেছেন ১৯ বাংলাদেশি নারী-পুরুষ। সিলেটের বিয়ানীবাজারের শেওলা শুল্ক বন্দর দিয়ে তাদের ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেলে শেওলা শুল্ক বন্দর দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তাদের হস্তান্তর করা হয়।

৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গাজী শহীদুল্লাহ জানান, অবৈধভাবে ভারতে প্রবেশের পর বিএসএফ সদস্যের হাতে আটক হন তারা। এর ভারতের বিভিন্ন কারাগারে দীর্ঘদিন কারাভোগ করেন তারা।

আরও পড়ুন : ‘ইয়াবা সুন্দরী রোকসানা’ আটক

অবশেষে বিজিবির উদ্যোগে তাদের ফিরিয়ে আনা হয়। বাংলাদেশে প্রবেশের পূর্বে শেওলা আইসিপিতে নিয়োজিত মেডিকেল অফিসার তাদের স্বাস্থ্য পরীক্ষা করেন। এ সময় পুলিশ ও কাস্টমসের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

তিনি আরও জানান, করোনার কানো উপসর্গ না পাওয়ায় এবং করোনা টেস্টের ফল নেগেটিভ আসায় তাদেরকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়ে স্বজনের নিকট হস্তান্তর করা হয়।

সূত্র : বিডি২৪লাইভ
এন এইচ, ২৯ জানুয়ারি

Back to top button