হবিগঞ্জে দেয়াল ধসে ২ চা-শ্রমিকের মৃত্যু
হবিগঞ্জ, ২৮ জানুয়ারি – হবিগঞ্জের চুনারুঘাটে একটি পুরাতন ভবন সংস্কারের সময় দেয়াল ধসে দু্ই শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহতরা হলো দেউন্দি চা বাগানের দিনেশ বাকতির ছেলে অজিত বাকতি (২৩) ও একই এলাকার আমিন মালের ছেলে স্বপন মাল (৩৪)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে নিহতরা চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগানে একটি পুরাতন ভবন সংস্কারের কাজ করার সময় ভবন ধসে পড়ে দু’জন আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে মারা যান।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ওসি আলী আশরাফ।
আরও পড়ুন: মৌলভীবাজারে রেস্তোরাঁয় ঢুকে বিএনপি নেতাদের ওপর হামলা, ভাঙচুর
এদিকে হবিগঞ্জের মাধবপুরে তামান্না আক্তার (২১) নামে এক নারী শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী পলাতক রয়েছে। নিহত তামান্না মৌলভীবাজার সদর উপজেলার জালুয়াবাদ গ্রামের গিয়াস উদ্দিনের স্ত্রী।
আজ বৃহস্পতিবার সকালে তার মরদেহ উদ্ধার করে ময়ানতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
বিয়ষটি নিশ্চিত করেছেন মাধবপুর থানার ওসি ইকবাল হোসেন।
সূত্র : আর টিভি
এন এইচ, ২৮ জানুয়ারি