ফ্যাশন

অফিসে হয়ে উঠুন স্টাইল আইকন

অন্যদের থকে ফ্যাশন সেন্স আপনার একটু বেশি। এমনই দাবি আপনার বন্ধুমহলের। আপনার কাছ থেকে টিপসও নেয় তারা। এই ইমেজ যদি আপনার কর্মক্ষেত্রেও ধরে রাখতে চান, আর যদি হয়ে উঠতে চান অফিসের “স্টাইল ডিভা”, তবে জেনে নিন কীভাবে নিজেকে সাজাবেন-

১। অফিসের স্টাইল আইকন হতে গেলে সবার প্রথমে ফিট থাকা দরকার। ফিট শরীর, ফ্রেস চেহারা আর স্টাইল সেন্স- এই তিন মিলিয়েই আপনি হয়ে উঠবেন অন্যদের থেকে আলাদা। সব পোশাক সব জায়গায় পরা যায় না। আপনাকে বুঝতে হবে কোন পোশাক অফিসে পরতে পারেন। তাছাড়া, মাথায় রাখতে হবে আপনার শারীরিক গঠনও। সবসময় এমন পোশাক পরুন যা আপনার ব্যক্তিত্বের সঙ্গে মানানসই।

২। মাথায় রাখুন, ফিট হওয়ার অর্থ রোগা হওয়া নয়। বেশিরভাগ মানুষেরই ফিটনেস নিয়ে অনেক ভুল ধারণা থাকে। কেউ কেউ ভাবেন শরীরচর্চা করা হয় শুধু ওজন কমাতে। আসল কথা হল, শরীরচর্চা করলে সুস্থ ও টানটান শরীর পাওয়া যায়। প্রতিদিন হাঁটাহাঁটি বা শরীরচর্চা করা প্রয়োজন।

৩। যদি মনে হয়, কোন পোশাকে আপনাকে স্টাইলিস দেখায়, তা আপনি বোঝেন না, তবে আজ থেকেই এই নিয়ে চর্চা শুরু করুন। ফ্যাশন ম্যাগাজ়িনগুলি এই কাজে আপনাকে সাহায্য করতে পারে। নাহলে, নিজে থেকেই পরীক্ষা করে দেখতে পারেন কোন পোশাকে আপনাকে কেমন দেখতে লাগছে।

আরও পড়ুন: অফিসে হয়ে উঠুন স্টাইল আইকন

৪। কখনও অফিসে যাওয়ার আগে পোশাক নিয়ে বেশি চিন্তাভাবনা করবেন না। মনমতো না হলে যে পোশাক আপনি সহজে সামলাতে পারেন, তেমন কিছু পরে নিন। বেশি জমকালো সাজ অফিসের জন্য নয়।

৫। নতুন জামাকাপড় বা জুতো থেকে দামের ট্যাগ খুলতে ভুলে যাবেন না। চেষ্টা করুন পা সবসময় পরিষ্কার রাখার। স্যান্ডেলের সঙ্গে মোজা বা স্টকিংস পরবেন না।

৬। ত্বকের ধরন ও স্কিনটোন সম্পর্কে আগে ওয়াকিবহাল হতে হবে। তাছাড়াও, বছর বা দিনের এক এক সময় এক এক ধরনের মেকআপ করা উচিত। সে সম্পর্কেও খোঁজ রাখা দরকার। যেমন ধরুন, গরমে ওয়াটারপ্রুফ মেকআপ আর হালকা রঙের লিপস্টিক ব্যবহৃত হয়। আবার শীতে চলে চড়া রঙের লিপস্টিক। বছরের সবসময়ই ময়েশ্চারাইজ়ার লাগান। তবে মনে রাখবেন, আবহাওয়ার কথা মাথায় রেখে ময়েশ্চারাইজ়ারের পরিমাণ বাড়াতে বা কমাতে হবে।

৭। নিজের কী পছন্দ তার উপর জোর দিন। যে পোশাক মন থেকে আপনি গ্রহণ করতে পারছেন না, শুধু স্টাইলিস দেখাতে গিয়ে তা পরতে যাবেন না। অস্বস্তি ধরা পড়বে আপনার চেহারাতেও। যত দামি বা ফ্যাশনেবল পোশাকই হোক না কেন, আত্মবিশ্বাসের সঙ্গে সুন্দর করে ক্যারি করতে না পারলে দেখতে ভালো লাগে না। সহজ ও সাধারণ থাকুন। হয়ে উঠবেন বাকিদের চোখে অনন্যা।

এম এন / ১৩ অক্টোবর

Back to top button