আমার মতো বয়স্করা টিকা নিলে অন্যরাও সাহস পাবে : সিলেটের এমপি
সিলেট, ২৭ জানুয়ারি – দেশের প্রথম এমপি হিসেবে করোনাভাইরাসের টিকা নিবেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার। আজ বুধবার করোনার টিকা নিতে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এসেছেন তিনি।
বয়স্ক হয়েও প্রথমেই কেন তিনি টিকা নিতে যাচ্ছেন, এমন প্রশ্নের জবাবে ৮৭ বছর বয়সী এই সাংসদ সাংবাদিকদের বলেন, ‘আমাদের মতো বয়স্ক মানুষরা টিকা নিলে অন্যরাও টিকা নিতে উদ্বুদ্ধ হবে।’
১৯৩৩ সালের ২৯ মার্চ সিলেটের জাকিগঞ্জে জন্মগ্রহণ করেন হাফিজ আহমেদ মজুমদার। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে সিলেট-৫ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।
আরও পড়ুন : টিকা দেওয়ার দিনে করোনায় ১৭ জনের মৃত্যু
এর আগে দেশে করোনার টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম ভ্যাকসিন নেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা। এরপর ভ্যাকসিন নেন ডাক্তার আহমেদ লুৎফর মোবেন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, ট্রাফিক সার্জেন্ট দিদারুল ইসলাম ও ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ।
এদিকে, টিকা নেওয়ার পরে কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেলে চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থমন্ত্রী জাহিদ মালেক।
সূত্র: নতুন সময়
এন এ/ ২৭ জানুয়ারি