দেশব্যাপী টিকাদান কর্মসূচি ৭ ফেব্রুয়ারি শুরু
ঢাকা, ২৬ জানুয়ারি – স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ৭ ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হবে করোনা টিকাদান কর্মসূচি।
আজ মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে টিকার স্থান পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামীকাল (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায়ি প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকাদান কর্মসূচি উদ্বোধন করবেন। কাল ২৫ জনকে করোনা টিকা দেয়া হবে।
আরও পড়ুন : মুক্তিপণ না পেয়ে স্কুলছাত্রকে হত্যা, ‘খুনিদের’ স্বীকারোক্তি
ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, পুলিশ ও আর্মি এদের মধ্যে যারা টিকা পাবেন তাদের ৫ জনের টিকা দেয়া দেখবেন প্রধানমন্ত্রী।
মন্ত্রী জানান, কুর্মিটোলা বাদেও আরও ৩ থেকে ৪টি হাসপাতালে টিকাদান শুরু হবে।
টিকা নিবন্ধনের বিষয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী টিকা উদ্বোধনের পর থেকেই টিকার নিবন্ধন শুরু হয়ে যাবে। এছাড়া স্বাস্থ্যকেন্দ্রে গিয়েও টিকার নিবন্ধন করা যাবে।
সূত্র : আরটিভি
এন এ/ ২৬ জানুয়ারি