চাপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে মিলল ৫ ককটেল

চাঁপাইনবাবগঞ্জ, ০৭ মার্চ – চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজের ভেতর থেকে ৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৭ মার্চ) বিকেলে কলেজের শহীদ মিনারের পিছন থেকে পরিত্যক্ত অবস্থায় ৫টি ককটেল উদ্ধার করে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, নবাবগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনারের পেছনে একটি শপিং ব্যাগে ককটেল সাদৃশ্য বস্তু পড়ে থাকার খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫টি ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করার জন্য পানিতে রাখা হয়েছে।

ওসি আরও জানান, এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। কে বা কারা ককটেলগুলো রেখেছিল তার অনুসন্ধান শুরু হয়েছে।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০৭ মার্চ ২০২৫

 


Back to top button