মেয়র আতিকের বিরুদ্ধে আদালত অবমাননার শুনানি কাল
ঢাকা, ২৫ জানুয়ারি – ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামসহ সাতজনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আদালত অবমাননার অভিযোগ এনে আবেদন করা হয়েছে।
রাজধানীর মিরপুরে বিহারিদের উচ্ছেদ কার্যক্রমের ওপর আপিল বিভাগের স্থিতাবস্থা বজায় থাকার পরও উচ্ছেদ অভিযান পরিচালনা করায় এই আবেদন করা হয়।
আরও পড়ুন : পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে নতুন ভাবনায় বিএনপি!
আদালত অবমাননার অভিযোগের ওপর আগামীকাল মঙ্গলবা শুনানি অনুষ্ঠিত হবে। আবেদনে উচ্ছেদ অভিযান পরিচালনার কারণে ওই সময় বিহারিদের প্রায় ৩৪ কোটি টাকা ক্ষতিপূরণের আর্জিও জানানো হয়েছে।
সোমবার আবেদনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আবেদনের পক্ষের আইনজীবী সগির হোসেন লিয়ন। এ আবেদনের শুনানি করবেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
সূত্র : যুগান্তর
এন এ/ ২৫ জানুয়ারি