চাপাইনবাবগঞ্জ

১৩ দিন পর বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ, ১৯ ফেব্রুয়ারি – চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে নিহত মো. বারিকুলের মরদেহ ১৩ দিন পর ফেরত দিয়েছে বিএসএফ। মঙ্গলবার সোনামসজিদ সীমান্তের শূন্যরেখায় মরদেহটি হস্তান্তর করা হয়।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ জামান।

এ সময় বিজিবি, বিএসএফ, পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিহত বারিকুল উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামো জগন্নাথপুর গ্রামের সেতাউর রহমানের ছেলে।

শিবগঞ্জ থানার এসআই হাসান আলী বলেন, ‘মরদেহটি ভারতের সুতি থানার একটি হাসপাতালের মর্গে ছিল। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।’

এ বিষয়ে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ জামান বলেন, ‘কীভাবে বারিকুল নিহত হয়েছেন তা জানা নেই। তবে ভারত সীমান্তের দুই কিলোমিটার ভেতরে তার লাশ পাওয়া যায়। বিএসএফ মঙ্গলবারে মরদেহ ফেরত দিয়েছে।’

উল্লেখ্য, ৭ ফেব্রুয়ারি শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর-ফতেপুর সীমান্তে ওই কৃষকের মরদেহ নিয়ে যায় বিএসএফ।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১৯ ফেব্রুয়ারি ২০২৫

 


Back to top button