উত্তর আমেরিকা

মেক্সিকোতে করোনায় একদিনে ১৪৭০ জনের মৃত্যু

মেক্সিকো সিটি, ২৪ জানুয়ারি- করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মেক্সিকোতে শনিবার একদিনে ১৪৭০ জনের মৃত্যু হয়েছে। এই একই সময়ে দেশটিতে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২০ হাজার ৫৭ জন। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে মারা গেছেন ১ লাখ ৪৯ হাজার ৮৪ জন। আর আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৭ লাখ ৫২ হাজার ৩৪৭ জন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এ তথ্য জানায় বলে জানিয়েছে রয়টার্স।

আরও পড়ুন :  আবারও ভাইরাল মেলানিয়া ট্রাম্পের ভিডিও

ওয়ার্ল্ডোমিটারে তথ্যমতে বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যু বিবেচনায় দেশটি ১৩ নম্বরে রয়েছে। তবে এখন দেশটিতে এ ভাইরাসের সংক্রমণ বাড়ছে।

সূত্র: বিডি প্রতিদিন

আর/০৮:১৪/২৪ জানুয়ারি

Back to top button