জাতীয়

কমলাপুরে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

ঢাকা, ২৪ জানুয়ারি- রাজধানীর কমলাপুরের বিআরটিসি বাস ডিপোর পাশে একটি বহুতল ভবনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

রোববার (২৪ জানুয়ারি) সকালে ওই ভবনের পোশাক কারখানায় (গার্মেন্টস) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সদর দফতরের দায়িত্বরত কর্মকর্তা কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন :  আরও এক লাখ ঘর করে দেওয়ার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

তিনি জানান, রোববার সকাল ৭ টা ৪০ মিনিটে কমলাপুর বিআরটিসি বাস ডিপোর (টার্মিনাল) নিকটে অলি গার্মেন্ট নামক পোশাক কারখানার ছয়তলায় আগুন লাগে। এ খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০ ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আগুন নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনে আরো ইউনিট বাড়ানো হবে বলে জানান ফায়ার সার্ভিসের সদর দফতরের এই কর্মকর্তা।

সূত্র: সময় টিভি

আর/০৮:১৪/২৪ জানুয়ারি

Back to top button