চট্টগ্রাম, ২৩ জানুয়ারি- চট্টগ্রামের পতেঙ্গা হালিশহর মডেল টাউন ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল হবে জানিয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেছেন, বেড়িবাঁধ কাম আউটার রিং রোড নির্মাণ করে এ সমস্যাকে অপার সম্ভাবনায় পরিণত করা হয়েছে। পতেঙ্গা সি বিচের আধুনিকায়ন, বিস্তীর্ণ খোলা জায়গাকে পরিকল্পিত ছকে আন্তর্জাতিক মানের আবাসিক হোটেল, পার্ক, খেলার মাঠ, কালচারাল কমপ্লেক্স এবং স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, শপিং মলসমৃদ্ধ আবাসিক এলাকা গড়ার মধ্য দিয়ে পতেঙ্গা হালিশহরকে পর্যটন ও শিল্পভিত্তিক আধুনিক মডেল টাউন হিসেবে গড়ে তোলার সম্ভাবনা জাগিয়ে তুলেছেন জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, বিপিসি, ইস্টার্ন রিফাইনারি, খাদ্যগুদাম, বিমানবন্দর, বিমানঘাঁটি, নৌঘাঁটি, কেইপিজেড, সিইপিজেডের মতো সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সংস্থা ও স্থাপনা থাকায় যানবাহনের চাপ অত্যধিক। নির্মাণাধীন কর্ণফুলী টানেলের কাজ সম্পন্ন হয়ে গেলে অনেকটাই যানজটমুক্ত হবে পুরো চট্টগ্রাম। গতকাল নগরের উত্তর ও দক্ষিণ পতেঙ্গাসহ দক্ষিণ হালিশহর ওয়ার্ডের জনসাধারণকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে গণসংযোগকালে চসিক মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. রেজাউল করিম চৌধুরী এসব কথা বলেন।
আরও পড়ুন : চসিক নির্বাচন: রেজাউলের পক্ষে প্রচারণায় নামছেন তারকারা
তাঁর সঙ্গে ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, কেন্দ্রীয় যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক বদিউল আলম, কাউন্সিলর প্রার্থী জিয়াউল হক সুমনমহ মহানগর, থানা, ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মী। তাঁরা গণসংযোগে অংশ নিয়ে নৌকায় ভোট প্রার্থনা করেন। মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেন, পতেঙ্গা হালিশহরের মানুষকে শহরের অন্য প্রান্তে যেতে আর আগের মতো বেগ পেতে হবে না।
আমি মেয়র নির্বাচিত হলে নিরাপদ পরিবেশ বজায় রাখতে শিল্পপুলিশ ও পর্যটন পুলিশকে আধুনিক সরঞ্জামে সজ্জিত করে বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করে পতেঙ্গা হালিশহরকে নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলা হবে।
সূত্র: বিডি প্রতিদিন
আর/০৮:১৪/২৩ জানুয়ারি