মিডিয়া

কিংবদন্তী সাংবাদিক ল্যারি কিং আর নেই

নিউইয়র্ক, ২৩ জানুয়ারি- প্রখ্যাত টকশো উপস্থাপক ল্যারি কিং মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

ল্যারি কিং মার্কিন গণমাধ্যম সিএনএন এর সঞ্চালক হিসেবে অসংখ্য সাক্ষাৎকার ও সংবেদনশীল কৌতুকের জন্য আইকনে পরিণত হয়েছিলেন।

আরও পড়ুন :  সাংবাদিক হিলালী ওয়াদুদ চৌধুরী আর নেই

তার ছেলে চেঁয়্যান্স পিতার মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, শনিবার সকালে ল্যারি কিং মারা যান।

ল্যারি কিং সিএনএনে ২৫ বছরেরও বেশি সময় ধরে “ল্যারি কিং লাইভ” সঞ্চালনা করে আসছিলেন।

সূত্র: দেশ রুপান্তর

আর/০৮:১৪/২৩ জানুয়ারি

Back to top button