সিলেট

ইন্ডাস্ট্রি করতে সিলেটে ২০০ একর জমি খোঁজা হচ্ছে, হবে কর্মসংস্থান

সিলেট, ২৩ জানুয়ারি – বেকারত্ব সিলেটের অন্যতম বড় সমস্যা। এখানকার হাজার হাজার কর্মক্ষম যুবক-তরুণ বেকারত্বের অভিশাপ নিয়ে ঘুরছেন। এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা যথাযথ কর্মসংস্থানের অভাবকে বড় বলে মনে করছেন। বিষয়টি আছে সরকার ও এখানকার জনপ্রতিনিধিরে ভাবনায়ও।

এরই প্রেক্ষিতে সিলেটে বেকারত্ব কমাতে, কর্মসংস্থান বাড়াতে ইন্ডাস্ট্রি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সিলেট-১ আসনের সাংসদ ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমন তথ্য জানিয়েছেন।

দুই দিনের সফরে বর্তমানে ড. মোমেন সিলেটে রয়েছেন। সিলেটের সাম্প্রতিক সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেছেন মন্ত্রী।

আরও পড়ুন : আরও এক লাখ ঘর করে দেওয়ার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

ওই মতবিনিময় সভায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আবদুল মোমেন বলেন, ‘সিলেটে কোনো ইন্ডাস্ট্রি গড়ে উঠেনি। ফলে কর্মসংস্থানের বড় কোনো সুযোগও তৈরী হচ্ছে না। তবে ঢাকার একটি গ্রুপের সাথে এ প্রসঙ্গে আলাপ হয়েছে। তারা সিলেটে ইন্ডাস্ট্রি করার প্রস্তাবে সম্মতি জানিয়েছে।’

মন্ত্রী জানান, সিলেটে ইন্ডাস্ট্রি করতে জমি প্রয়োজন। এজন্য ২০০ একর জমি খোঁজা হচ্ছে। জমি পাওয়া গেলেই ইন্ডাস্ট্রির পরবর্তী কাজ শুরু হবে।

সংশ্লিষ্ট সকলকে উপযুক্ত জমি খুঁজতে আহবান জানান পররাষ্ট্রমন্ত্রী।

মতবিনিময় সভায় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এন এ/ ২৩ জানুয়ারি

Back to top button