জাতীয়

দুই-এক দিনের মধ্যে আসবে ভারত থেকে কেনা টিকা

ঢাকা, ২৩ জানুয়ারি- ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে করোভাইরাসের টিকা ‘কোভিশিল্ড’ এর প্রথম চালান দুই-এক দিনের মধ্যে দেশে আসছে বলে জানিয়েছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাজমুল হাসান (পাপন)। প্রথম চালানে ৫০ লাখ ডোজ টিকা আসছে বলেও জানান তিনি।

আজ শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুরে উদয়াচল পার্কের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। পার্কটির উদ্বোধন ছাড়াও এখানে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) বনাম ভারতীয় হাই কমিশন প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, বিসিবি সভাপতি ও কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য নাজমুল হাসান পাপন ও ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য সাদেক খান।

এ সময় নাজমুল হাসান বলেন, ‘ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে যে ২০ লাখ ডোজ করোনার টিকা এসেছে এগুলো বাংলাদেশের জন্য ভারত সরকারের উপহার। সেরাম ইনস্টিটিউটের সঙ্গে তিন কোটি ডোজ টিকা পেতে আমাদের যে চুক্তি রয়েছে এটি পর্যায়ক্রমে নিয়ে আসা হবে। দুই-একদিনের মধ্যে প্রথম চালানের ৫০ লাখ ডোজ আসছে।’

আরও পড়ুন :  বাংলাদেশে করোনার টিকাদান শুরু বুধবার থেকে

গত বৃহস্পতিবার সকালে ভারত সরকারের উপহার দেওয়া ২০ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা বাংলাদেশে এসে পৌঁছায়। পরে ওই দিন দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী এসব টিকা হস্তান্তর করেন।

প্রতিবেশী দেশগুলোকে করোনা টিকা দিয়ে সহযোগিতার অংশ হিসেবে বাংলাদেশকে ২০ লাখ, নেপালকে ১০ লাখ, ভুটানকে দেড় লাখ, মালদ্বীপকে ১ লাখ ডোজ ভ্যাকসিন পাঠায় ভারত।

সূত্র: আমাদের সময়

আর/০৮:১৪/২৩ জানুয়ারি

Back to top button