টলিউড

প্লাজমা থেরাপিতে সৌমিত্রর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি

 

কলকাতা, ১২ অক্টোবর- দ্বিতীয় প্লাজমা থেরাপির পর পশ্চিমবঙ্গের প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। রোববার রাতে ভালো ঘুমও হয়েছে তার।

তবে হাসপাতাল সূত্রে জানা গেছে, শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনও শঙ্কামুক্ত নন বর্ষীয়ান এই অভিনেতা। তার শারীরিক পরিস্থিতি বুঝেই সোমবার মস্তিষ্কে এমআরআই করা হতে পারে। খবর আনন্দবাজার, জি নিউজের

করোনা আক্রান্ত হওয়ার পর, গত মঙ্গলবার থেকে সৌমিত্র চট্টোপাধ্যায় কলকাতার বেলভিউ হাসপাতাল ভর্তি রয়েছেন। ধীরে ধীরে সুস্থও হয়ে উঠছিলেন। কিন্তু শুক্রবার বিকেল থেকে সৌমিত্রর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। অনিয়মিত রক্তচাপ এবং অসুস্থতা বাড়ায় তাকে স্থানান্তরিত করা হয়েছে আইটিইউতে।

আরও পড়ুন:‌ পোশাক নিয়ে মন্তব্যের কারণে অনন্ত জলিলকে বয়কট করলেন শাওন 

চিকিৎসকরা জানিয়েছেন, আগের চেয়ে সৌমিত্রের অস্থিরতা কমেছে। প্রয়োজন মতো অক্সিজেন দিতে হচ্ছে। রাইলস টিউবের মাধ্যমে তিনি খাবারও খাচ্ছেন। তারা বলছেন, এই মুহূর্তে সৌমিত্রের স্নায়ুর চিকিৎসা জরুরি। পাশাপাশি ফুসফুসকে পূর্ণ মাত্রায় সচল রাখাটাও তাদের কাছে চ্যালেঞ্জ। গুণী এই অভিনেতার চিকিৎসায় ১৬ সদস্যের একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে।

গত কয়েক মাস শ্যুটিং বন্ধ ছিল টালিউডে। স্বাস্থ্যবিধি মেনে সম্প্রতি সৌমিত্র শ্যুটিং শুরু করেছিলেন। কাজ করছিলেন তার ওপর তৈরি একটি তথ্যচিত্রে। এর মধ্যেই তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন।

আর/০৮:১৪/১২ অক্টোবর

Back to top button