প্রথমবারের মতো কৃষ্ণাঙ্গ প্রতিরক্ষামন্ত্রী পেল যুক্তরাষ্ট্র
ওয়াশিংটন, ২৩ জানুয়ারি- যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোনো কৃষ্ণাঙ্গ ব্যক্তি নির্বাচিত হলেন ডিফেন্স সেক্রেটারি। প্রেসিডেন্ট জো বাইডেনের ডিফেন্স সেক্রেটারি বা প্রতিরক্ষা সচিব হিসেবে ভোটাভুটির মাধ্যমে অবসরপ্রাপ্ত জেনারেল লয়েড অস্টিনকে নির্বাচিত করেছে সিনেট।
শুক্রবার (২২ জানুয়ারি) সিনেটে ভোটাভুটির মাধ্যমে এই আফ্রিকান আমেরিকান নির্বাচিত হন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।
আরও পড়ুন : রাশিয়ার সাথে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণের মেয়াদ বাড়াবে বাইডেন
লয়েড অস্টিন ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ থেকে জেনারেল হিসেবে অবসর নেন। বৃহস্পতিবারের (২১ জানুয়ারি) ভোট সিনেটে তার চূড়ান্ত নির্বাচনের পথ সুগম করে। শুক্রবার ৯৩-২ ভোটে তিনি নির্বাচিত হন। শুধু দুই রিপাবলিকান সিনেটর তাকে ভোট দেননি।
প্রতিরক্ষা সচিব নির্বাচনের মধ্য দিয়ে বাইডেন তার আরো একটি গুরুত্বপূর্ণ বিভাগের প্রধানের পদ পূরণ করলেন।
সূত্র: বাংলানিউজ
আর/০৮:১৪/২৩ জানুয়ারি