ভারতের মসজিদে নারীদের জন্য জিম
হায়দ্রাবাদ, ২২ জানুয়ারি – ভারতের তেলেঙ্গানা রাজ্যের একটি মসজিদ পার্শ্ববর্তী বস্তিতে বসবাসরত নারীদের জন্য ওয়েলনেস সেন্টার ও জিম খুলেছে। দেশটিতে এই প্রথম কোনও মসজিদে বিশেষজ্ঞ ট্রেইনারসহ জিম চালু হলো। বস্তি এলাকায় বসবাসরত নারীদের অসংক্রামক ব্যাধিতে আক্রান্ত হওয়া কমাতে এই জিম এবং ওয়েলনেস সেন্টার খোলা হয়েছে।
নারীদের শারীরিক কসরত করাতে একজন পেশাদার নারী ট্রেইনার নিয়োগ দেয়া হয়েছে। তিনি দিনে দুইবার নারীদের ব্যায়াম করাবেন। শুধু ট্রেইনারই নয় স্বাস্থ্য পরামর্শক এবং একজন ডাক্তারও রয়েছে জিমটিতে।
আরও পড়ুন : সব ব্যাংকের এমডি-পরিচালকদের সম্পদের হিসাব দিতে হবে প্রতিবছর
তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদের রাজেন্দ্রনগরের ওয়াদি-ই-মাহমুদ এলাকার মসজিদ-ই-মুস্তাফা এই জিম চালু করা হয়েছে। এই ওয়েলনেস সেন্টার ও জিম চালু করতে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি এনজিও সিড অর্থায়ন করেছে। মসজিদ কমিটির সঙ্গে মিলে স্থানীয় পর্যায়ে এই প্রকল্পটি দেখভাল করছে হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন (এইচএইচএফ) নামে শহরের একটি এনজিও।
ওল্ড সিটির বস্তিগুলোতে একটি জরিপ চালানোর পর দেখা যায়, ৫২ শতাশ নারী কার্ডিওমেটাবলিক সিন্ড্রোমের উচ্চ ঝুঁকিতে রয়েছেন। এরপরই এই জিম খোলার সিদ্ধান্ত নেয়া হয়। এই গবেষণার অংশ হিসেবে ২৫-৫৫ বছর বয়সী নারীদের ওপর জরিপ চালানো হয়। এসব নারীর মধ্যে ডায়বেটিস, উচ্চ রক্তচাপ ও থাইরয়েডের সমস্যা পাওয়া যায়।
সূত্র: বিডি২৪লাইভ
এন এ/ ২২ জানুয়ারি