ক্যারিয়ারে সেরা বোলিং করে যা বললেন মিরাজ
ঢাকা, ২২ জানুয়ারি – বাংলাদেশ ও সফরকারী ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় ম্যাচে মাত্র ১৪৮ রানে গুটিয়ে গেছে জেসন মোহাম্মদের দল। এ ম্যাচে ওয়ানডে ক্যারিয়ারের সেরা বোলিং করেছেন বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ। মাত্র ২৫ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়েছেন অফস্পিনার। ২০১৮ সালে একই প্রতিপক্ষের বিপক্ষে ২৯ রানে ৪ উইকেট নিয়েছিলেন ২৩ বছর বয়সী এই বোলার। আজ সেটিকে ছাড়িয়ে গেলেন তিনি।
ক্যারিবিয়ানদের ইনিংস শেষে মিরাজ বলেন, “আমার পারফর্মেন্সে অনেক খুশি। গত ম্যাচে ভালো জায়গায় বল ফেলতে পারিনি। এই বিষয়ে সাকিব ভাইয়ের সঙ্গে কথা বলেছিলাম যা অনেক কাজে দিয়েছে। আমাদের স্পিন কোচকেও অনেক ধন্যবাদ। তার কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ পেয়েছি।”
মিরাজ ছাড়াও দুর্দান্ত বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান ও হাসান মাহমুদরা। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও মুস্তাফিজ ২টি করে উইকেট নিয়েছেন। হাসান মাহমুদ নিয়েছেন একটি উইকেট।
সূত্র: কালের কন্ঠ
এন এ/ ২২ জানুয়ারি