প্রবাসী প্রেমিকের ফ্ল্যাটে পপি!
ঢাকা, ২২ জানুয়ারি – ফের ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভীন পপির বিয়ে নিয়ে গুঞ্জন উঠেছে। ঢালিউড ইন্ডাস্ট্রির অনেকের ধারণা, গোপনে বিয়ের পিঁড়িতে বসেছেন এই চিত্রনায়িকা। জানা গেছে, রাজধানীর ইস্কাটনের বাসা ছেড়ে দিয়েছেন পপি। বর্তমানে থাকছেন কূটনৈতিক পাড়ার আশেপাশে।
নাম প্রকাশ না করার শর্তে শোবিজের একজন জানান, বিয়ে হয়েছে কি-না জানি না। তবে পপি তার প্রবাসী ব্যবসায়ী প্রেমিকের দেয়া ফ্ল্যাটে থাকছেন।
তবে গুঞ্জনের এই বিষয়ে পপির কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন : বলিউড মাতাবেন ক্যাটরিনার বোন ইসাবেলা
এর আগে গত বছরের মাঝামাঝিতে নায়ক জায়েদ খানের সঙ্গে প্রেম এবং বিয়ের গুঞ্জন শোনা গিয়েছিলো পপির। যদিও বিষয়টি নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে।
উল্লেখ্য, তিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পপি ১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে পদার্পন করেন।
সূত্র: নতুন সময়
এন এ/ ২২ জানুয়ারি