সিরাজগঞ্জ

সাবেক সংসদ সদস্য মজিদ মণ্ডল আর নেই

সিরাজগঞ্জ, ২২ জানুয়ারি- সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আলহাজ্ব আবদুল মজিদ মণ্ডল (৭২) মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে শ্বাসকষ্টের কারণে ঢাকার উত্তরার বাসা থেকে স্কয়ার হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

তার বড় ছেলে বর্তমান সংসদ সদস্য আবদুল মমিন মণ্ডলের সহকারী একান্ত সচিব তাজ উদ্দিন মৃত্যুর বিষ্যটি নিশ্চিত করেন। তিনি জানান, আবদুল মজিদ মণ্ডল মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আরও পড়ুন :  এবার কাদের মির্জার বিরুদ্ধে মামলা!

আজ শুক্রবার বাদ জুমা রুপনাই ঈদগাহ ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে। তার বিদেহী আত্মার রূহের মাগফিরাত কামনার পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চেয়েছেন বড় ছেলে বর্তমান সংসদ সদস্য ও মন্ডল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মমিন মণ্ডল।

দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান মণ্ডল গ্রুপের চেয়ারম্যান আব্দুল মজিদ মণ্ডল সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০১৩ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। অসুস্থ থাকায় তিনি একাদশ সংসদ নির্বাচনে নিজে অংশ নিতে না পারায় তার ছেলে আব্দুল মমিন সেখান থেকে সাংসদ নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া বেশ কয়েকটি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাতা এবং সমাজ হিতৈশী ব্যক্তিত্ব হিসেবে এলাকায় যথেষ্ট সুনাম রয়েছে।

সূত্র: আমাদের সময়

আর/০৮:১৪/২২ জানুয়ারি

Back to top button