মধ্যপ্রাচ্য

ইরাকে ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণ, নিমেষেই শেষ ২৮ প্রাণ (ভিডিও সংযুক্ত)

বাগদাদ, ২১ জানুয়ারি – জোড়া আত্মঘাতী বোমা বিস্ফোরণে কেঁপে উঠল ইরাকের রাজধানী বাগদাদ। বিস্ফোরণে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৭৩ জন। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ইরাকের সিভিল ডিফেন্স ইউনিটের প্রধান মেজর জেনারেল কাদেম বোহান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

মধ্য বাগদাদে একটি বাণিজ্যিক কেন্দ্রে জোড়া বিস্ফোরণ হয় বৃহস্পতিবার। আত্মঘাতী বোমা বিস্ফোরণ হয়েছে বলেই ইরাকি সংবাদমাধ্যমের দাবি। আহতদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে। এলাকায় আরো বিস্ফোরণ হওয়ার আশঙ্কায় কড়া পুলিশি নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন : আমেরিকাকে কতটা প্রতিফলিত করছে বাইডেনের মন্ত্রিসভা?

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রথম বোমা হামলাকারী বাজারের ভেতর দ্রুত ঢুকে নিজেকে অসুস্থ বলে দাবি করেন যেন লোকজন তার কাছাকাছি জড়ো হয়। এর পরই তিনি বোমার বিস্ফোরণ ঘটান। লোকজন যখন প্রথম বোমায় আক্রান্তদের চারপাশে জড়ো হয়েছিল, তখন দ্বিতীয় বোমার বিস্ফোরণ ঘটান আরেক হামলাকারী।

সুত্র : বিডি২৪লাইভ
এন এ/ ২১ জানুয়ারি

Back to top button