ক্ষমতা ছাড়ার পরই ট্রাম্পকে সতর্ক করলেন সোলাইমানির মেয়ে
ওয়াশিংটন, ২১ জানুয়ারি – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পদ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা ছাড়ার একদিন পরেই তাকে হুঁশিয়ারি করেছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির মেয়ে জয়নাব সোলাইমানি।
ট্রাম্পের উদ্দেশে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে একটি পোস্ট দিয়েছেন জয়নাব সোলাইমানি। এতে তিনি লিখেছেন, ‘আপনি পরাজয়ের মাধ্যমে ক্ষমতা থেকে বিদায় নিয়েছেন, এখন আপনাকে প্রতিনিয়ত ভয়ের মধ্যে বসবাস করতে হবে।’
আরও পড়ুন : ৩০ হাজার ৫৭৩টি মিথ্যা কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প!
টুইটারে পোস্টে জয়নাব সোলাইমানি আরও লিখেছেন, ‘মিস্টার ট্রাম্প আপনি আমার বাবাকে হত্যা করেছিলেন এই আশায় যে, আপনি নিজেকে যেকোনোভাবে হোক বীর হিসেবে তুলে ধরবেন। কিন্তু তার পরিবর্তে এখন আপনাকে পরাজিত, গণবিচ্ছিন্ন এবং হতাশাগ্রস্ত হতে হয়েছে; আপনাকে এখন প্রতিনিয়ত ভয়ের মধ্যে থাকতে হবে।’
গত বুধবার ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পর টুইটার অ্যাকাউন্টে এসব কথা বলেছেন জয়নাব সোলাইমানি।
সুত্র : আমাদের সময়
এন এ/ ২১ জানুয়ারি