উত্তর আমেরিকা

বাইডেন-হ্যারিসের অভিষেক অনুষ্ঠান (দেখুন ছবিতে)

ওয়াশিংটন, ২১ জানুয়ারি- ঐক্যের ডাক দিয়ে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে পথ চলা শুরু করেছেন জো বাইডেন। পাশে পাচ্ছেন ইতিহাস রচনা করা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে। রয়টার্সের ছবিতে বুধবার তাদের অভিষেকের কিছু ‍মুহূর্ত।


যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের ‍অভিষেক অনুষ্ঠানের জন্য প্রস্তুত ক্যাপিটলের ওয়েস্ট ফ্রন্ট।


কোভিড-১৯ মহামারীর কারণে এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে দর্শক ছিলো হাতেগোনা কয়েকজন। অভিষেক অনুষ্ঠান স্থল ক্যাপিটলের ন্যাশনাল মলে দর্শকের বদলে ছিল পতাকার সারি।


যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে ক্যাপিটলে যাওয়ার আগে ওয়াশিংটনের সেন্ট ম্যাথিউস ক্যাথেলিক গির্জায় প্রার্থনা করেন জো বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেন।


ক্যাপিটলে গত ৬ ‍জানুয়ারির দাঙ্গার পর নতুন প্রেসিডেন্টের অভিষেক ‍অনুষ্ঠান ঘিরে রাজধানী ওয়াশিংটন ডিসিতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।


যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের অভিষেক ‍অনুষ্ঠানে যোগ দিতে ক্যাপিটলের ওয়েস্ট ফ্রন্টে অতিথিদের একাংশ।


জো বাইডেন ও কমলা হ্যারিসের অভিষেক অনুষ্ঠানে অতিথির তালিকায় ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।


আরেক সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তার স্ত্রী মিশেল ওবামাও অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নতুন প্রেসিডেন্ট বাইডেন দুই মেয়াদে ওবামার ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন।


যাদের জন্য এ আয়োজন পৌঁছেগেছেন তারা। জো বাইডেন স্ত্রী জিল বাইডেন এবং কমলা হ্যারিস স্বামী ডগলাস এমহফকে নিয়ে শপথ অনুষ্ঠানে আসেন।


জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে ছিলেন না ডনাল্ড ট্রাম্প। তবে তার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স স্ত্রী ক্যারেন পেন্সকে নিয়ে উপস্থিত ছিলেন।


মিনেসোটা সেনেটর অ্যামি ক্লোবাকার জো বাইডেনের অভিষেক অনুষ্ঠান সঞ্চালনা করেন।


যুক্তরাষ্ট্রের জনপ্রিয় গায়িকা লেডি ‍গাগা নতুন প্রেসিডেন্টের অভিষেক ‍অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন করেন।

আরও পড়ুন : হোয়াইট হাউস ছাড়ার আগে বাইডেনের জন্য বিদায়ী বার্তা রেখে গেলেন ট্রাম্প


যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন কমলা হ্যারিস।


ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর স্বামী ডগলাস এমহফকে জড়িয়ে ধরেন অনেক প্রথমের জন্ম দিয়ে ইতিহাস গড়া কমলা হ্যারিস।


সেই মহেন্দ্রক্ষণ উপস্থিত। বাইবেলে হাত রেখে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছে জো বাইডেন।


শপথ গ্রহণের পর প্রেসিডেন্ট হিসেবে অভিষেক ভাষণ দিচ্ছেন জো বাইডেন।


কোভিড-১৯ মহামারীর কারণে এবার জনগণকে নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠান দেখতে রাজধানীতে জড়ো না হয়ে বরং বাড়িতে বসে ভার্চুয়ালি তার উপভোগ করার অনুরোধ জানানো হয়। মিশিগানের একটি পরিবার টিভিতে বাইডেনের অভিষেক অনুষ্ঠান দেখছে।

সূত্র: বিডিনিউজ

আর/০৮:১৪/২১ জানুয়ারি

Back to top button