অন্যান্য

বন্ধু নাদালকে অভিনন্দন জানালেন ফেদেরার

২০ গ্র্যান্ড স্ল্যাম ক্লাবে রাফায়েল নাদালকে স্বাগত জানালেন রজার ফেদেরার।

রবিবার ফরাসি ওপেনে নোভাক জকোভিচকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন রাফায়েল নাদাল। এই শিরোপার মধ্য দিয়ে স্প্যানিশ তারকা স্পর্শ করেছেন ফেদেরারের ২০ গ্র্যান্ড স্ল্যাম জেতার রেকর্ডকে।

আর সেই পথে একটা সেটও হারাননি এই বাঁহাতি। ফরাসি ওপেনে তার এটি রেকর্ড ১৩তম শিরোপা।

আরও পড়ুন: এবার মডেলিংয়ে দ্রুততম মানবী শিরিন

নাদালের এমন কীর্তির পর টুইট করে অভিনন্দন জানান ফেদেরার। লেখেন, ‘একজন মানুষ ও একজন চ্যাম্পিয়ন হিসেবে বন্ধু রাফার প্রতি সর্বাধিক শ্রদ্ধা রয়েছে। অনেক বছর ধরে ও আমার সবচেয়ে কঠিন প্রতিদ্বন্দ্বী। আমার বিশ্বাস, আরো ভালো খেলোয়াড় হয়ে ওঠার জন্য একে অপরকে তাগিদ জুগিয়েছি আমরা। ২০তম গ্র্যান্ড স্ল্যাম জেতার জন্য ওকে অভিনন্দন জানাতে তাই সম্মানিত বোধ করছি।’

ক্লে কোর্টে নাদালের দাপট নিয়ে ফেদেরার বলেন, ‘অবিশ্বাস্য ভাবে ১৩ বার ও রোলাঁ গারোঁয় শিরোপা জিতেছে। যা খেলাধুলার জগতে দুর্দান্ত কীর্তিগুলোর মধ্যে পড়ে। আমি ওর টিমকেও অভিনন্দন জানাচ্ছি। কারণ, একা একা এই সাফল্য আসে না। আশা করছি আমাদের দুজনের কাছেই ২০ একটা সংখ্যা। ওয়েল ডান রাফা, তোমার এটা প্রাপ্যই।’

সূত্র : দেশ রূপান্তর
এন এইচ, ১২ অক্টোবর

Back to top button