উত্তর আমেরিকা

মার্কিন ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস

ওয়াশিংটন, ২০ জানুয়ারি – মার্কিন ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ভারতীয় বংশদ্ভুত কমলা হ্যারিস। স্থানীয় সময় বুধবার বেলা ১১টায় (বাংলাদেশ সময় বুধবার রাত ১০টা) ওয়াশিংটনের ক্যাপিটল ভবনে তাঁকে শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের বিচারপতি সোনিয়া সোটোমেয়র।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই প্রথম কৃষ্ণাঙ্গ ও নারী ভাইস প্রেসিডেন্ট।

এটি এক ঐতিহাসিক ঘটনা। কারণ তিনি একজন কৃষ্ণাঙ্গ এবং এশীয় বংশোদ্ভূত। তার আগে আরো ৪৮ জন ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তাদের সবাই পুরুষ।

নির্বাচনে বিজয়রে পর কমালা হ্যারিস বলেছিলেন,’ভাইস প্রেসিডেন্ট হিসেবে আমি হয়তো প্রথম নারী, তবে আমি শেষ নারী নই। যেসব ছোট্ট নারী শিশু এই অনুষ্ঠান দেখছে তারা দেখছে যে আমেরিকা হচ্ছে সম্ভাবনার এক দেশ।’

সূত্র : কালেরকন্ঠ
এন এ/ ২০ জানুয়ারি

Back to top button