উত্তর আমেরিকা

১২৭ বছর পুরনো ধর্মগ্রন্থে হাত রেখে শপথ নেবেন জো বাইডেন

ঢাকা, ২০ জানুয়ারি- নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জীবনে গুরুত্বপূর্ণ দিন ২০ জানুয়ারি। এদিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন তিনি।

এজন্য ইতোমধ্যেই যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শপথের পরই হোয়াইট হাউসের সবুজ চত্বর আর লাল কার্পেট মাড়াবেন এই ডেমোক্র্যাট নেতা। সঙ্গী হবেন স্ত্রী জিল বাইডেন।

আরও পড়ুন :  হোয়াইট হাউস ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প

জানা গেছে, শপথ পাঠের সময় নিজ পরিবারের ১২৭ বছরের পুরনো বাইবেলে হাত রাখবেন বাইডেন। ১৮৯৩ সাল থেকে এই বাইবেলটি নবনির্বাচিত প্রেসিডেন্টের বাবা ডক্টর জিল বাইডেন ব্যবহার শুরু করেন।

প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জর্জ ওয়াশিংটন শপথ নেওয়ার সময় এক হাত বাইবেলে রেখেছিলেন। পরে প্রায় সব মার্কিন প্রেসিডেন্টই শপথ নেওয়ার সময় বাইবেলে হাত রেখেছেন। এ বিষয়ে কোনো নিয়ম না থাকলেও রীতি হিসেবে মেনে নিয়েছেন সবাই। সেই রীতি অনুযায়ী পরিবারের বাইবেলকেই বেছে নিয়েছেন বাইডেন।

সূত্র: বাংলানিউজ

আর/০৮:১৪/২০ জানুয়ারি

Back to top button