জাতীয়

বাংলাদেশ সেনাবাহিনীকে ৫ কুকুর উপহার দিল ভারতীয় সেনাবাহিনী

যশোর, ২০ জানুয়ারি- যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে শুভেচ্ছা উপহার হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত পাঁচটি কুকুর দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকেলে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর মেজর মো. এনামুল হকের কাছে নোম্যান্সল্যান্ডে কুকুরগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

আরও পড়ুন :  মাগুরায় বর-কনে-যাত্রী সবাই মোটরসাইকেলে

বিষয়টি নিশ্চিত করে সাভার ক্যান্টনমেন্টে থেকে আসা এসএসএফ সদস্য এনামুল হক বলেন, ভারতের উত্তর প্রদেশ সেনানিবাস থেকে কুকুরগুলো প্রথমে কলকাতার চাষাড়া সেনানিবাসে আনা হয়। সেখান থেকে মঙ্গলবার দুপুরে পেট্রাপোল বিএসএফ ক্যাম্পে এনে রাখা হয়। বিকেলে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষ করে আমাদের হাতে তুলে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

তিনি আরও বলেন, এ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরগুলো সাভার সেনানিবাসে নিয়ে যাওয়া হবে।

এর আগে গত বছরের ১০ নভেম্বর ২০টি প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া ও ১০টি কুকুর ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার হিসেবে দিয়েছিল।

সূত্র: জাগোনিউজ

আর/০৮:১৪/২০ জানুয়ারি

Back to top button